জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয় চেচেনদের দুর্ধর্ষ দল

0
132

খবর৭১ঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ অভিযান শুরুর পর অন্তত তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। এমনকি তাকে হত্যারা জন্য চেচেনদের একটি দুর্ধর্ষ দল পাঠানো হয় বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে দ্য টাইমের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কিকে হত্যার জন্য ওয়াগনার এবং চেচেন বিদ্রোহীদের দুইটি পৃথক হত্যাকারী দল পাঠানো হয়েছিল।

দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ইউক্রেনীয়দের সতর্ক করে জানায়, জেলেনস্কিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে অভিজাত চেচেন বিশেষ বাহিনী নিয়ে গঠিত কাদিরোভাইটদের একটি ইউনিট।

তবে জেলেনস্কিকে হত্যার চেষ্টা রুখে দিয়ে ওই বিশেষ বাহিনীকে ‘ধ্বংস’ করা হয়েছে বলে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অলেক্সি ড্যানিলভ জানিয়েছেন।

তিনি আরও বলেন, চেচেন বিশেষ বাহিনীর সদস্যদের শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হত্যা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here