এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান

0
256

উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে শালিখায় উপজেলার উচ্চ মাধ্যমিক কলেজ, আলিম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ শো ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে টিকাদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম, ডা: গৌরব ব্যানার্জি, ডা: আফজাল হোসেন মাগুরা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক কিশোর কুমার দাস , উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায় সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স বৃন্দ প্রমুখ। টিকাদানকালে ডা: রবিউল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার বায়ো এনটেক টিকাটি প্রথম ডোজে ৭০ শতাংশ এবং দ্বিতীয় ডোজে শতভাগ প্রতিরোধের সক্ষমতা আছে পাশাপাশি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই উৎসাহ ও উদ্দীপনার সহিত শিক্ষার্থীরা টিকা গ্রহণ করছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here