টিকা পেয়েছেন আট কোটির বেশি মানুষ

0
247

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসের টিকাদানে গতি এসেছে। গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) এক দিনে ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ছয় হাজার ৫৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৪১ হাজার ১৪৫ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে চার কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন। সবমিলিয়ে দেশে আট কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকার প্রয়োগ চলছে। তবে সবচেয়ে বেশি টিকা দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের।

মঙ্গলবার পর্যন্ত টিকার নিবন্ধন করেছেন ছয় কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। তাদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। সরকার ডিসেম্বর মাসের মধ্যে দেশের বেশির ভাগ মানুষকে টিকার আওতায় আনতে চাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here