বাঁচা-মরার লড়াইয়ে আজ ওমানের মুখোমুখি টাইগাররা

0
370

খবর৭১ঃ জয়ের ধারায় ফিরতে এবং চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বারো দলে জায়গা করে নিতে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাসকোটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় নামবে দুদল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠার জন্য প্রথমপর্ব পার হতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রবিবার খেলতে নামে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। কিন্তু এদিন স্কটিশদের বিপক্ষে হেলে পানি পাননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় রানে বাংলাদেশকে হারিয়ে দেয় স্কটল্যান্ড।

আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কেননা প্রতিটা গ্রুপ থেকে মাত্র দুটি করে দল উঠবে মূলপর্বে। সেজন্য বাংলাদেশ হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানারআপ। আর গ্রুপে সেরা দুটি দলের মধ্যে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে স্লো উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ধরনের উইকেটে খেলে বিশ্বকাপে জ্বলে উঠা যাবে না বলে আগেই সতর্ক করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যুক্তি ছিল জয়ের অভ্যাস করা, কিন্তু বিশেষজ্ঞদের বার্তাটি মূল্যবান ছিল।

ওমানের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং উদ্বেগের বিষয়। আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং লাইন-আপে নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন পর্যন্ত আমাদের ব্যাটিং গভীরতা আছে। আগামীকাল (মঙ্গলবার) আমাদের কিছু পরিবর্তন নিয়ে ভাবতে হবে।’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে ব্যাট করিনি। আমরা বাউন্ডারি মারতে পারিনি। পরের বার আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। ম্যাচ হারার পর অনেক কিছুই উঠে আসবে। আমি মনে করি আমরা আজ ভালো খেলিনি, কিন্তু আমরা একটি ভালো টি-টোয়েন্টি দল। আমাদের সামর্থ্য আছে। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি, আমরা ম্যাচ জিততে পারি।’

এখন পর্যন্ত একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের রাউন্ডে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে জিতেছিল টাইগাররা। ব্যাট হাতে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে এটিই একমাত্র সেঞ্চুরি। তবে এবারের বিশ্বকাপে দলে নেই তামিম। নিজ থেকেই বিশ^কাপ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here