উপনির্বাচনে বিশাল জয় মমতার, মুখ্যমন্ত্রীই থাকছেন

0
210

খবর৭১ঃ ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার দুপুরে ভবানীপুর আসনে ভোট গণনায় ৫৮ হাজার ৮৩২ ভোটে এগিয়ে আছেন মমতা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মোট ২১ রাউন্ডের ভোটগণনায় মমতার জয়ের ব্যবধান ৫৮ হাজার ৮৩২। ২০ রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়াংকা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।

এ আসনের উপনির্বাচনে মমতার জয় নিয়ে অবশ্য কোনো সংশয় ছিল না তৃণমূল শিবিরের। সব সমীকরণ ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।

মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল। জঙ্গিপুরে ১৩ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন। ৩৭ হাজার ৬১৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here