করোনায় আক্রান্ত স্পিনার মিরাজ

0
550

খবর৭১ঃ করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের অন্যতম অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ।

আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

যে কারণে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলতে পারছেন না তিনি। চারদিনের এই ম্যাচে খেলতে পারছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে।

এ দুই তারকার অনুপস্থিতির বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘মুমিনুল-মিরাজের বদলে আপাতত দলে কাউকে যোগ করা হয়নি।এইচপি দলের বাড়তি ক্রিকেটারদের নিয়ে সমন্বয় করে এই ম্যাচ খেলা হবে।’

এর আগে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য ‘এ’ দলের হয়ে একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন মুশফিকুর রহিম। তার সঙ্গে এ-দলে আরও কয়েকজনকে যুক্ত করা হবে।

‘এ’ দল এবং এইচপি দল নিজেদের মধ্যে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। দ্বিতীয়টি চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। এক দিনের ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here