বিশ্বকাপের পরই বাংলাদেশে আসছে পাকিস্তান

0
270

খবর৭১ঃ ব্যস্ত একটা সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ। অক্টোবরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর দেশে ফিরেই তাদের নামতে হবে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে। আগামী ১৭ অক্টোবর শুরু হওয়া বৈশ্বিক আসরটি শেষ হবে ১৪ নভেম্বর। এর ঠিক পাঁচ দিন পর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। তাই বিশ্বকাপ শেষেই ঢাকায় আসবে বাবর-রিজওয়ানরা।

মঙ্গলবার আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা সিরিজটির সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে সাকিব-রিয়াদরা। অবশ্য বাবর-রিজওয়ানদের আনতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচিতে বাংলাদেশের বিপক্ষে দুটি ভেন্যুতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৯, ২০ ও ২২ নভেম্বর সিরিজ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট। ২৬ নভেম্বর টেস্ট শেষে আবার মিরপুরে ফিরবে দুই দল। শেষ ও দ্বিতীয় টেস্ট শুরু ৪ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here