কাবুলে আত্মঘাতী হামলায় জাতিসংঘের তীব্র নিন্দা

0
206

খবর৭১ঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার ঘটনায় ওই নিন্দা জানায়। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, সাধারণ মানুষ যখন প্রাণভয়ে আফগান ত্যাগ করতে বিমানবন্দরে জড়ো হয়েছেন, তখন তাদের লক্ষ্য করে গত বৃহস্পতিবার সন্ত্রাসীরা বর্বর ওই হামলা চালায়।

আফগানিস্তানের সব পক্ষকে আন্তর্জাতিক নিয়মনীতি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এ বিশ্ব সংস্থাটি।

অপরাধী এবং তাদের পৃষ্টপোষকদের আইনের আওতায় আনারও আহ্বান জানায় জাতিসংঘ।

আফগানিস্তানের সব পক্ষকে বিদেশিদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করারও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১১০ জন নিহত হয়েছেন।

আইএসের আফগান শাখা (আইএস-কে) এ হামলার দায় শিকার করে বিবৃতি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here