তালেবানের অনুরোধে আফগানিস্তানে তেল পাঠাচ্ছে ইরান

0
203

খবর৭১ঃ ইরান জানিয়েছে, তালেবানের অনুরোধে তারা জ্বালানি তেল পাঠাচ্ছে আফগানিস্তানে।

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রকাশ্যে তেল রপ্তানি শুরু করেছে ইরান। খবর দ্য ডনের।

মার্কিন বাহিনী দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে এখন বেশ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় জ্বালানি তেলের দাম প্রতি টন বেড়ে দাঁড়িয়েছে ৯০০ মার্কিন ডলারে।

খুব শিগগির আফগানিস্তানে সরকার গঠন করতে যাওয়া তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে তেহরান এরই মধ্যে স্থলপথে দেশটিতে তেল রপ্তানি শুরু করেছে।

ইরানের তেল-গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মুখপাত্র হামিদ হোসেনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে তেলের মূল্য যাতে না বাড়াতে পারে, এ জন্য তালেবান ইরান থেকে তেল আমদানি শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here