এক দিনে দেশে রেকর্ড ডেঙ্গি রোগী শনাক্ত

0
166

খবর৭১ঃ

করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় এডিস মশার কামড়ে ডেঙ্গি আক্রান্তে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একদিনে নতুন করে ৩২৯ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩০৬ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ২৪ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়েছে।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ছয় হাজার ৬৫০ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে পাঁচ হাজার ৫১০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here