টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

0
810

খবর৭১ঃ  টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথম রাউন্ডসহ সুপার টুয়েলভেরও ফিকশ্চার সামনে এনেছেন তারা। ১৭ অক্টোবর প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে।

প্রথম রাউন্ড থেকে দুটি গ্রুপের সেরা চারটি দল বিশ্বকাপের সুপার টুয়েলভে নাম লেখাবে। বাংলাদেশ সেরা চার দলের মধ্যে থাকলে মূল পর্বে খেলার সুযোগ পাবে মাহমুদউল্লাহ বাহিনী। এখন আটটি দলের টিকিট নিশ্চিত।

বাংলাদেশের ম্যাচের দিনই অর্থাৎ ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ‘বি’ গ্রুপে ১৯ অক্টোবর টাইগারদের দ্বিতীয় ম্যাচ ওমানের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এ গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে, বাংলাদেশ সময় রাত ৮টায়।

‘এ’ গ্রুপে থাকা চারটি দল হচ্ছে আয়ারল্যান্ড, নামিবিয়া, শ্রীলাঙ্কা ও নেদারল্যান্ডস। এ গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে।

প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২১ অক্টোবর। এরপর ২৩ অক্টোবর শুরু হবে মূল পর্বের খেলা। আবুধাবির শারজায় মূল পর্বের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে এক নম্বর গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ওইদিন আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন ইংল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ক্রিকেটের দুই চির শত্রু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ ৩০ অক্টোবর। ৬ নভেম্বর আবু ধাবিতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ একে অন্যের শক্তি যাছাই করবে। একই দিন দক্ষিণ আফ্রিকা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

২ নম্বর গ্রুপে ভারত ও পাকিস্তানের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ ২৪ অক্টোবর। এ ম্যাচটি নিসন্দেহে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের খোরাক জোগাবে। কেননা ভারত ও পাকিস্তান ক্রিকেটে চির প্রতিদ্বন্দ্বী দেশ। ক্রিকেট নিয়ে তাদের মধ্যে যতটা বৈরিতা তার চেয়ে বেশি এখন রাজনীতি নিয়ে। জম্মু-কাশ্মির ইস্যু নিয়ে দুদল অনেক দিন থেকেই বিবদমান।

ভারতকে মোকাবিলা করার পরা পাকিস্তানের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ২৬ অক্টোবর। টুর্নামেন্টে আফগানিস্তানের প্রথম ম্যাচ ২৫ অক্টোবর, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। ১১ তারিখ হবে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনাল মাঠে গড়াবে ১৪ নভেম্বর। কোনো কারণে নির্ধারিত তারিখে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ালে ১৫ তারিখ রিজার্ভ ডেও রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here