এবার সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব

0
355

খবর৭১ঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তার ব্যাংক হিসাবে কত টাকা আছে তা জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি। বিএফআইইউ সূত্র এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, মঙ্গলবার (২৭ জুলাই) সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সব তথ্য জানতে চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সব তথ্য পাঠাতে হবে।

এর আগে জুন মাসে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল। সে সময় সাঈদ খোকন অভিযোগ করেছিলেন, দুর্নীতি দমন কমিশন এটা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায়।

সংবাদ সম্মলেন করে তিনি বলেছিলেন, ‘তাপস নগর পরিচালনায় সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায়ই আমার প্রতি বিভিন্ন হয়রানি ও বিদ্বেষমূলক আচরণ করে আসছেন।’ তবে মেয়র তাপসের পক্ষ থেকে এসব অভিযোগের কোনো জবাব দেওয়া হয়নি। এটা আদালতের বিষয় বলে মন্তব্য করেন মেয়র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here