সুন্দরগঞ্জে ইউএনও করোনামুক্ত: নার্স সংক্রমিত

0
226

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল-মারুফ করোনা জয় করে এখন মুক্ত হয়েছেন। তবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সসহ ৫ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।
রবিবার সংশ্লিষ্ট বিভাগের নীরিক্ষা প্রতিবেদনের আলোকে জানা যায়, ১৬ জনের নমুনা সংগ্রহ পূর্বক নীরিক্ষা করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার করোনা মুক্ত হয়েছেন। অপর ১৫ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সসহ ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে এ প্রতিবেদন নিশ্চিত করেছে। নতুন করে সংক্রমিত অপর ৪ জন হলেন- মিজানুর রহমান, ইসা রহমান, জান্নাতুননাহার ও শাহানাজ বেগম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের নীরিক্ষা প্রতিবেদনে যদিও নেগেটিভ দেখা গেছে। এখন রংপুর পিসিআর ল্যাবের প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রথম নীরিক্ষা প্রতিবেদনে করোনা সংক্রমিত হওয়ায় তখন থেকে কোয়ারেন্টাইনে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here