গাইবান্ধায় ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

0
200

সুদীপ্ত শামীম,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২টি পেট্রোল বোমাসদৃশ বস্তু ও ৩টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) সকালে উপজেলা শহরের পোস্ট অফিস সংলগ্ন সাবেক বিজিবি’র সদস্য নুরুল আমিনের বাসার গেট থেকে এসব বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার পেট্রোল বোমাসদৃশ দুটি বোতলের ভেতরে কোন তরল পদার্থ ছিল না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ঢুকানো ছিল। এছাড়া কালো স্কপটেপ ও বৈদ্যুতিক তারে প্যাঁচানো তিনটি ককটেলসদৃশ বস্তুও ছিলো পলিথিনে। উদ্ধারের পর সেগুলো বালতির পানিতে ভিজিয়ে নিস্ক্রীয় করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার বস্তুগুলো বোম বা বিস্ফোরকজাতীয় দ্রব্য কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এগুলো পরীক্ষার জন্য রংপুরের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য বস্তুগুলো কেউ বাসার সামনে রেখে গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here