৪৫ রানে ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া

0
221

খবর৭১ঃ ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে নাজেহাল অবস্থা হয়েছিল অস্ট্রেলীয় টপঅর্ডারের।

মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে লজ্জার রেকর্ড গড়তে যাচ্ছিলেন তারা। তবে সাত নম্বরে নেমে ম্যাথু ওয়েড দলকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। টেলএন্ডারদের সহায়ত পেয়েছেন। তবু হার এড়াতে পারেননি।

বার্বাডোজের কেনসিংটন ওভালে শনিবার রাতে বৃহস্পতিবার স্থগিত হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৪ উইকেটের জয় পেয়ে সিরিজে ১-১ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করতে নেমে স্পিনার আকিলের ঘূর্ণিতে ধরাশায়ী হয় অস্ট্রেলিয়ার টপঅর্ডার। মাত্র ১৮৭ রান সংগ্রহ করে ৪৭.১ ওভারে গুঁড়িয়ে যায় অসিদের ইনিংস।

অস্ট্রেলিয়ার প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ১৬ রান করেন জশ ফিলিপ। অধিনায়ক অ্যালেক্স ক্যারি করেছেন ১০ রান। বাকি চারজনই এক অঙ্কের ঘর পার করতে পারেননি।

এর পর হাল ধরেন ম্যাথু ওয়েড। টেলএন্ডার মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পারা ভালোই সঙ্গ দেন তাকে।

ওয়েড ৬৮ বলে ৩৬ ও জাম্পা ৬২ বলে ৩৬ করেন। ৪৩ বলে ১৯ রান করেন স্টার্ক। শেষ দিকে ওয়েস অ্যাগার ৩৬ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

ফলে কোনোমতে ১৮৮ রানের টার্গেট ছুড়ে দিতে পারেন ওসিরা।

ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আকিলে হোসেন ও জেসেফ আলজারি। কটরেল পেয়েছেন ২ ও ওয়ালশ পেয়েছেন ১ উইকেট।

মামুলি রানের তাড়ায় ক্যারিবীয় টপঅর্ডারও ব্যর্থ হয়। কম রানেই আউট হয়ে যান এভিন লুইস, ড্যারেন ব্রাভো, জেসন মোহাম্মদ, কাইরন পোলার্ড।

তবে ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডার ও নিকোলাস পুরানের ৯৩ রানের জুটিতে দল জয়ের কাছাকাছি পৌঁছে যায়।

হোল্ডার ৫২ রান করে ফিরে গেলেও ৫৯ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন পুরান।

অসিদের হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন স্টার্ক। ২৬ রানে ৩ উইকেটে শিকার করেছেন তিনি। জাম্পা ২ ও টার্নার ১ উইকেট পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here