ইনডোর প্লান্টের যত্ন

0
220

খবর৭১ঃ ইট-পাথরের নাগরিক জীবনে আমরা এক টুকরো সবুজের ছোঁয়া পেতে চাই। এ কারণে অনেকেই ব্যালকনিতে কিংবা ঘরের ড্রয়িং রুমের কোণায় টবে বিভিন্ন গাছের চারা লাগান; যা বর্তমানে অনেকের শখ কিংবা রুচিশীলতার পরিচয় হয়ে উঠেছে। কিন্তু শুধু চারা লাগালেই হবে- সেগুলোর প্রয়োজন যথাযথভাবে যত্ন নেওয়া।

এখানে ড্রয়িং রুমে কিংবা ব্যালকনিতে শখের ইনডোর প্লান্ট সতেজ রাখার কিছু উপায় তুলে ধরা হলো।

# অনেক পাতার আগার অংশ খয়েরি বা নিচের অংশ হলুদ হয়ে পড়ে। এমন হলে বুঝতে হবে গাছে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রথমে টবের সম্পূর্ণ মাটি শুকিয়ে নিতে হবে। তারপর গাছের সব জায়গায় পানি ছিটিয়ে দিতে হবে। তবে গাছের গোড়ায় ঘন ঘন পানি দেওয়া যাবে না।
#অতিরিক্ত পানি দিলে যেমন গাছের ক্ষতি হয়, একইভাবে কম পানি দিলে গাছের সজীবতা নষ্ট হয়ে যায়। এমন হলে গাছের পাতার সামনের দিকটা হলুদ হয়ে যায় এবং পরে পাতা শুকিয়ে ঝরে যায়। তখন গাছের টবের অংশ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখুন এবং কিছু সময় পরে সেটা তুলে ফেলুন। এ সময়ে কয়েক দিন গাছে ঘন ঘন পানি দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here