ঝালকাঠিতে প্রবীণ আইনজীবীর জমি দখল চেষ্টার অভিযোগ

0
320

রতন আচার্য়্য,ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠির প্রবীণ আইনজীবী ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এসএম ফজলুল হকের বসতঘরে হামলা চালিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাঁর বসতঘরে ভাঙচুর করা হয়। আজ বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসকাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই আইনজীবী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি শহরের প্রধান সড়কে ধোপারচক এলাকায় এসএ ২৮৯ খতিয়ানের ১৫৯৬ নম্বর দাগের দুই শতাং জমি স্থানীয় আনসার উদ্দিনের কাছ থেকে ১৯৮১ সালে কেনেন তিনি। ওই সম্পত্তিতে তাঁর ল চেম্বার রয়েছে। সম্প্রতি আনসার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও নাসির উদ্দিন ওই জমি ফেরত দিতে তাকে চাপ প্রয়োগ করেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত ২৭ জুন জসিম ও নাসিরের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে প্রবীন এ আইনজীবীর বসতঘরে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার ও পুলিশ গিয়ে তাদের নামিয়ে দেয়। এ ঘটনার পরে হামলাকারীরা উল্টো প্রবীণ এ আইনজীবীর নামে মারধরের অভিযোগ এনে ঝালকাঠি থানায় মিথ্যা একটি অভিযোগ দেয়। এমনকি দলখ চেষ্টাকারীরা মিথ্যা তথ্য দিয়ে অ্যাডভোকেট এসএম ফজলুল হকের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনও করে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই আইনজীবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here