ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

0
432

খবর৭১ঃ  করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১লা জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভিসা সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে জরুরি ভ্রমণের আবেদন লকডাউনের সময়ও বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় ভিসা সেন্টার।

জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো জিজ্ঞাসায় এই ইমেইল info@ivacbd.com ও ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬- ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here