প্রবীণ সাংবাদিকের মৃত্যু: সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র শোকঃ

0
266

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাব’র প্রতিষ্ঠাকালীণ সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাপ্তাহিক সুন্দরগঞ্জ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক এ্যাড. আব্দুল হামিদ মিয়া শনিবার দুপুরে ঢাকাস্থ হৃদরোগ ইন্সিটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি.রাজেউন)। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম এ্যাড. আব্দুল হামিদ মিয়া উক্ত গ্রামের মরহুম ইমান উল্লাহ্ মিয়া-হাজিরান নেছা দম্পত্তির ১ম ছেলে। রবিবার (২০ জুন) গাইবান্ধা আদালত প্রাঙ্গণে ১ম ও দুপুরে মরহুমের আরাজী দহবন্দ গ্রামের নিজ বাসভবনে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রবীণ সাংবাদিক এ্যাড. আব্দুল হামিদ মিয়ার অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা পূর্বক শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি ও প্রতিষ্ঠাতা- আবু বক্কর সিদ্দিক (সুন্দরগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ন-আহ্বায়ক), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়া, অন্যান্য বিবৃতি দাতারা হলেন- রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি- নূর-আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক- নূরুল আলম ডাকুয়া, সাংগঠনিক সম্পাদক- নূরে শাহী আলম লাবলু, দপ্তর সম্পাদক- সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, কোষাধ্যক্ষ- আবু বকর ছিদ্দিক, ক্রীড়া সম্পাদক- মনীষ সরকার রানা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক- আক্তারবানু ইতি, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- মিজানুর রহমান, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, নাজমুল হোসাইন আকন্দ সবুজসহ ক্লাব’র সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here