মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনের পল্লীতে সীমা আক্তার (১৩) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (৩১ মে) বিকালে নিজ আগলা ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সে। সীমা আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী বড্ডা গ্রামের এনায়েত কবিরের মেয়ে ও গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
মেয়েটির মা আমেনা আক্তার বলেন, সোমবার বিকালে আমি রান্নার লাকড়ি আনতে বাড়ির সামনে চলে যাই। হঠাৎ আমার আগলা ঘরে শব্দ শুনে ভিতরে প্রবেশ করি। তখন দেখি আমার মেয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে। তখন আমি ডাক-চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন ছুটে আসে। পরে এলাকাবাসী তাকে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা অলিজা তাকে মৃত ঘোষণা করে। এ খবর লিখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে।
মদন থানার এস আই আব্দুল খালেক বলেন, সীমা আক্তারের মৃত্যুর খবর পেয়ে আমি মদন হাসপাতালে আসি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোনার মর্গে পাঠানো হবে।