মালয়েশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত দুই শতাধিক

0
172

খবর৭১ঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টুইন টাওয়ার কাছে একটি টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় জেলার পুলিশ প্রধান মোহাম্মদ জয়নাল আবদুল্লাহর বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, এর মধ্যে একটি ট্রেন ছিল যাত্রীশূন্য এবং আরেকটিতে ২১৩ জন যাত্রী ছিল। খালি ট্রেনটি মেরামত শেষে একই রেললাইনের বিপরীত দিক থেকে আসছিল।

দেশটির পরিবহন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওংয়ের জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের কেএলসিসি রেলওয়ে স্টেশনের কাছে এলআরটি কেলানা জয়া লাইনের দুটি ট্রেনের সংঘর্ষে ২১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী দাতুক সেরি উই ক্যা সিওং। যারা সামান্য আহত হয়েছেন তাদেরকে দুর্ঘটনাস্থলেই চিকিৎসাসেবা দিতে দেখা গেছে।

গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ঘটনার ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ট্রেনের অভ্যন্তরে বেশ কয়েকজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here