এবার সুইসাইড ড্রোন দিয়ে ইসরাইলে হামলা

0
210

খবর৭১ঃ ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস রকেট হামলার পাশাপাশি সুইসাইড ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলের অভ্যন্তরে। এসব ড্রোনে বিস্ফোরণ বোঝাই করে হামাস আল কাসেম ব্রিগেডস এ হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার এ কথা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল। সেখানে দেখা গেছে সুইসাইড ড্রোনগুলোকে টার্গেট করে গোলা নিক্ষেপ করা হচ্ছে।

এদিকে হামাস আল কাসেম ব্রিগ্রেডসের পক্ষ থেকে একটি ভিডিও টুইটে ছাড়া হয়। এতে সুইসাইড ড্রোনে বিস্ফোরক ভরে উড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ইসরাইলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গত ৯ মে পবিত্র শবে কদরের নামাজ শেষে আল-আকসা চত্বরে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। এরপর ইসরাইলের নিরাপত্তা বাহিনী স্টান গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে তা সহিংসতায় রূপ নেয়। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর হামলা এখন পর্যন্ত নিহত হন ৮৩ জন ফিলিস্তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here