মমতার মন্ত্রিপরিষদের ৪৩ সদস্যের নাম প্রকাশ

0
340

খবর৭১ঃ মন্ত্রিসভার পুরনো সঙ্গীদের ওপরই মূলত আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে একাধিক নয়া মুখকেও মন্ত্রিসভায় জায়গা করে দিলেন। খবর জিনিউজের।

সোমবার রাজভবনে তৃতীয় দফায় মমতা সরকারের ৩৪ জন পূর্ণমন্ত্রী শপথ নিতে চলেছেন। প্রত্যাশিত মতোই পূর্ণমন্ত্রী হচ্ছেন অমিত মিত্র। অবশ্যই সবথেকে নজরকাড়া পূর্ণমন্ত্রী হচ্ছেন অখিল গিরি। যিনি শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের লিড ধরে রাখার অন্যতম কাণ্ডারী। তবে ঠাঁই পেলেন না মদন মিত্র।

মন্ত্রিসভায় নতুন সংযোজন- মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর ,অখিল গিরি, রত্না দে নাগ, বালুচিক বারিক, শিউলি সাহা, মনোজ তিওয়ারি ও বীরবাহা হাঁসদা। তালিকায় পূর্ণমন্ত্রী ২৪ ও প্রতিমন্ত্রী ১৯ রয়েছেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সবমিলিয়ে ৪৩ জন শপথ নিতে চলেছেন।

দেখে নিন তালিকা
সুব্রত মুখোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
অমিত মিত্র
সাধন পাণ্ডে
জ্যোতিপ্রিয় মল্লিক
বঙ্কিমচন্দ্র হাজরা
মানস ভুঁইয়া
সৌমেন কুমার মহাপাত্র
মলয় ঘটক
অরূপ বিশ্বাস
উজ্জ্বল বিশ্বাস
অরূপ পায়
রথীন ঘোষ
ফিরহাদ হাকিম
চন্দ্রনাথ সিনহা
শোভনদেব চট্টোপাধ্যায়
ব্রাত্য বসু
পুলক রায়
শশী পাঁজা
গুলাম রব্বানি
বিপ্লব মিত্র
জাভেদ আহমেদ খান
স্বপন দেবনাথ
সিদ্দিকুল্লা চৌধুরী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

বেচারাম মান্না
সুব্রত সাহা
হুমায়ুন কবীর
অখিল গিরি
চন্দ্রিমা ভট্টাচার্য
রত্না দে নাগ
সন্ধ্যারানি টুডু
বুলু চিক বারিক
সুজিত বোস
ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী
দিলীপ মণ্ডল
আখরুজ্জামান
শিউলি সাহা
শ্রীকান্ত মাহাতো
ইয়াসমিন সাবিনা
বীরবাহা হাঁসদা
জ্যোৎস্না মান্ডি
অধিকারি পরেশ চন্দ্র
মনোজ তিওয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here