এখনই লকডাউন না দিলে পরিনতি হবে ভয়াবহ: ভারতকে যুক্তরাষ্ট্র

0
233

খবর৭১ঃ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের রাশ টানতে কয়েক সপ্তাহের জন্য ভারতে লকডাউন শুরুর পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা এপিডিমিয়োলজিস্ট অ্যান্থনি ফাওসি।

তিনি আরও বলেছেন, অবিলম্বেই তা চালু না করলে ভারতকে আরও ভয়বহ পরিনতি ভোগ করতে হবে।খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতের করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারতের পরিস্থিতি সত্যিই খুব ভয়াবহ। সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও ভারতে শীর্ষ বিন্দুতে পৌঁছায়নি। ফলে অবস্থা যে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে তা নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই।

ফাওসি বলেছেন, ভারতে এখনই কয়েক সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউন চালু হওয়া উচিত। না হলে আরও বড় বিপদে পড়তে হবে ভারতকে।

অন্য দিকে, বিশ্বের কোভিড সমস্যার মোকাবিলা ও স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোঅর্ডিনেটর গেল ই স্মিথ ওয়াশিংটনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের কোভিড পরিস্থিতি খুবই ভয়াবহ।

আমি ভীষণ ভাবে উদ্বিগ্ন। ভারতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। অথচ এখনও দেশটিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও শীর্ষ বিন্দুতে পৌঁছায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here