১৭ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

0
313

খবর৭১ঃ
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে না পারায় ১৭ মে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। বৃহস্পতিবার বিকালে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খোলা হচ্ছে না। হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে টিকা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেই শিক্ষার্থীদের হলে তুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভার বিষয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ভ্যাকসিন প্রক্রিয়ার আগে এবং সামগ্রিক প্যানডেমিক পরিস্থিতির উন্নতি না হলে আবাসিক হলে শিক্ষার্থীদের ১৭ মে উঠানো সম্ভব নয়।

কবে নাগাদ হল খোলা সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হল খোলার তারিখ নির্ধারণ করতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here