বিএসএফের হাতে আটক হওয়া ২ নারীকে মহেশপুর থানায় সোপর্দ

0
303

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তে বিএসএফের হাতে আটক দু’বাংলাদেশী নারীকে মঙ্গলবার দুপুরে ৫৮বিজিবি’র হাতে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মাঠিলা সীমান্তে বাংলাদেশের ২ নারী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়কুলচরা গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে লাবনী (২২) ও ঝিনাইদহ উপজেলার কুশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে চুমকি খাতুন (২০)কে হস্তান্তর করে।

এ সময় বিএসএফের পক্ষে ছিলেন রোনঘাট ক্যাম্পের এসি সম্ভাবর্ধ এবং বাংলাদেশের পক্ষে মাঠিলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার সোহরাব হোসেন।

এ বিষয়ে ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, সোমবার রাতে তারা রানাঘাট বিএসএফের হাতে আটক হয়। বিএসএফ তাদেরকে বিজিবি’র হাতে হস্তান্তর করলে বিজিবি মহেশপুর থানায় সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here