টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

0
502

খবর ৭১: পাল্লেকেলেতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা একাদশেও এসেছে এক পরিবর্তন। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২ ওভার শেষে বিনা উইকেটে ১ রান।

 এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন।

ব্যাটিং নেয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে জানিয়েছেন, শুরুতে ব্যাটিং সহজ হবে এই উইকেটে। তবে পরে বোলারদের জন্যও সুবিধা থাকতে পারে।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন।

সিরিজের এটিই শেষ টেস্ট। একই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছে। সিরিজ জেতার লক্ষ্যে আজ মাঠে নেমেছে টাইগাররা।

এ বিষয়ে বুধবার (২৮ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি, অনেক ভালো খেলতে হবে। শ্রীলংকা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি সেশন ধরে এগানোর ওপর। লক্ষ্য অবশ্যই বিদেশে সিরিজ জেতা।

পাল্লেকেলেতে হওয়া আগের ৮ ম্যাচের মধ্যে ড্র হয়েছে ৪টি আর ফল এসেছে ৪ ম্যাচে। যেই চার ম্যাচে ফল এসেছে, সেখানে জয় পেয়েছে টস জেতা দলই। ফলে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

শ্রীলংকা

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, জয়বিক্রম, সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here