এক অ্যাম্বুলেন্সে ২২ মরদেহ!

0
231

খবর৭১ঃ মর্গের বাইরে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। মরদেহ সৎকারের জন্য নেয়া হবে অ্যাম্বুলেন্সটিতে করে। অ্যাম্বুলেন্স একটি দুটি নয়, একে একে চাপানো হল ২২টি মরদেহ। এই চিত্রটি ভারতের মহারাষ্ট্রের। স্বামী রামানন্দ মারাঠাওড়া সরকারি মেডিকেল কলেজের সামনে এমন দৃশ্যের অবতারণা হয়।

অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়া, হাসপাতালে একই বেডে একাধিক রোগী, হাসপাতালে বেড না পেয়ে অ্যাম্বুলেন্সেই মারা যাওয়া, মরদেহ সৎকারের জায়গা না পাওয়া, গণচিতা এগুলোই সেখানকার প্রতিদিনের চিত্র।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। প্রতিদিনই সেখানে মৃত আর শনাক্তের নতুন নতুন রেকর্ড হওয়া জারি রয়েছে। এদের মধ্যে সচবেয়ে করুণ পরিস্থিতি মহারাষ্ট্র আর দিল্লির।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে প্রায় সোয়া তিন লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here