ঠাকুরগাঁওয়ে পশুর হাট-বাজারে অতিরিক্ত টোল আদায়

0
560

ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমনের এই দুঃসময়ে ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী হাটবাজার গো-হাট গুলোতে স্বাস্থবিখি মেনে চলার কোন বালাই নেই। রয়েছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ । এযেন স্বাভাবিক সময়ের মত জনসমাগম চলছে। ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখছেন সচেতন মহল। সরকার ঈদকে সামনে রেখে সামাজিক দুরত্ব বজায় ও মুখে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের শর্তে দেশের হাটবাজার বিশেষ করে গো-হাট গুলোতে বেচাকেনার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ অমান্য করে ঠাকুরগাঁও সদর উপজেলার সকল গো-হাট হাটবাজার গুলোতে ইজারদারগন সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলার কোন ব্যবস্থা করেননি। গো-হাট গুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বালাই নেই। ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ী হাটে গিয়ে দেখা যায়, গবাদিপশু ক্রয় ও বিক্রয়কারিদের চলাচল যেন স্বাভাবিক সময়ের মতোই চলছে। নেই কোন সামাজিক দুরত্ব। অধিকাংশ ক্রেতা বিক্রেতাদের মুখে নেই মাস্ক। শরীরের সাথে শরীর লাগিয়ে হাটের ভিতর চলাচল করছে হাটুরিয়ারা। এতে ইজারাদারদের কোন মাথা ব্যাথা নেই। ফলে করোনাাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ার ঝুঁকি দেখছেন সচেতন মহল। এদিকে খোচাবাড়ী হাটে গরু ছাগল সহ অন্যান্য পণ্যের টোল আদায়ে রয়েছে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ । হাটের একাধিক ক্রেতা জানান, গরু প্রতি সরকারী ২৩০ টাকার বদলে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা । ছাগলের ৯০ টাকার বদলে ১৫০ টাকা অদায় করা হচ্ছে । সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত টোল নেয়ার বিষয়টি আমরা দেখব, সেই সাথে সরকার কঠোর বিধি নিষেধ অরোপ করে হাটগুলোকে খুলে দিয়েছে । সরকারী স্বাস্থ্যবিধি মেনে না চললে ইজারাদারদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here