এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪৭৬ কোটি টাকা

0
194

খবর৭১ঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম একঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫০৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩০ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৪৭৬ কোটি ৫৪ লাখ ২৭ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টির। কমেছে ১৩৬টির। অপরিবর্তিত রয়েছে ৭৭ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দ্বিতীয় কার্যদিবস সোমবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৯টির। কমছে ৭৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৮ লাখ তিন হাজার ৪৮১ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here