বন্ধ হল মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট

0
293

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে চলছে ক্রমাগত। ভাইরাসটি প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলছে। এর মধ্যেই দেশের মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম) শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গতকাল শুক্রবার মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

মাউশির আদেশে বলা হয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির বিদ্যমান পরিস্থিতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো।

এর আগে, গত ২০ মার্চ থেকে এ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। করোনার কারণে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here