মহেশপুর সীমান্তে দালালসহ ৮ বাংলাদেশি আটক

0
301

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ দালালসহ ৮ বাংলাদেশী নাগরিক সীমান্ত অতিক্রম কালে মহেশপুর বিজিবির হাতে আটক
ভারতীয় দালালসহ ৮জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রমকালে বিজিবির হাতে আটক হয়েছে। ১১ এপ্রিল রবিবার সকাল ১০টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৪৫গজ আড় হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামস্থ কুমিল্লাপাড়ার বিশা তরফদারের ছেলে মোঃ তাবুর তরফদার, এর পেয়ারা বাগানের পূর্ব পার্শ্বে কাচা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ৬ জনকে যার মধ্যে (পুরুষ- ০১ জন, নারী- ০৪ জন এবং শিশু- ০১ জন। ১। মোসারেফ (৪৫), পিতা- মোসলেম আলী, গ্রাম- পূর্ব সরালিয়া, পোষ্ট- মোড়লগঞ্জ, ২। মোছাঃ রেহানা বেগম (২৮), পিতা- আঃ জলিল গাজী, গ্রাম- চন্ডিপুর, পোষ্ট- সেলিমনগর বাজার, উভয়ের থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, ৩। মোছাঃ নাজমীন আক্তার মুক্তি (২৬), পিতা- হামিদ সরদার, গ্রাম- রাজা বরদা কান্ত, রোড পশ্চিম চাচড়া, পোষ্ট- চাচড়া, থানা ও জেলা- যশোর, ৪। তাছিয়া খানম (২৩), স্বামী- রানা শেখ, ৫। রাব্বি শেখ (১০ মাস), পিতা- রানা শেখ, গ্রাম- জোকার চর, পোঃ ও থানা- কালিয়া, জেলা- নড়াইল, (ছয়) মোছাঃ দিয়া খাতুন (২১), পিতা- মৃত সোহরাব শেখ, গ্রাম- গারাখোলা পুরা বটতলা, পোষ্ট ও থানা- ফুলতলা, জেলা- খুলনাকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক (পুরুষ ০২ জন) ১। মোঃ নিজামুদ্দীন (৩০), পিতা- মোঃ কাশেম, ২। খাইরুল ইসলাম (২৬), পিতা- মৃত আমির হোসেন তরফদার, উভয়ের গ্রাম- কাঞ্চনপুর, পোষ্ট- নেপা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ক্যাম্প ইনচার্জ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here