সৈয়দপুরে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে উদীচী’র ভ্রাম্যমান জাগরনের গান

0
228

সৈয়দপুর প্রতিনিধি:
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার আয়োজনে ভ্রাম্যমাণ জাগরণের গান পরিবেশন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে একটি মিনি ট্রাকে মঞ্চ বানিয়ে সৈয়দপুর শহর এবং শহরের উপকন্ঠে কয়েকটি স্থানে ওই ভ্রাম্যমান জাগরনের গান পরিবেশন করা হয়।

জাগরনের গানে সংগীত পরিবেশন করেন শেখ রোবায়েতুর রহমান রোবায়েত জান্নাতুল ইসলাম কবির, কলি, মিশু, পলি, টুম্পা, মাইশা, অমৃতা,সমীক্ষা,শরীফ, মৃধা,অর্ণব, ফারহানা, বাঁধন, বীথি, অপু হাবিব। যন্ত্র সংগীতে ছিলেন জিয়া ও মিল্টন। সংগীত পরিচালনা করেন শেখ রোবায়েতুর রহমান রোবায়েত ও তাসনিম মিশু এবং চিত্রগ্রহণে ছিলেন রাজু। দলটি শহরের সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পাঁচমাথা মোড়, উপজেলা পরিষদের সামনে, সৈয়দপুর প্লাজা ও শহীদ স্মৃতি অম্লান চত্বর এবং শহরের উপকন্ঠে চৌহমুনী বাজার, ওয়াপদা মোড়, রাবেয়া মোড়ে ওই জাগরণের গান সংগীত পরিবেশন করেন। এ সময় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত, সৈয়দপুর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) জান্নাতুল ইসলাম কবির, সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু,শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, সাধারণ সম্পাদক অপু বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here