বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

0
192

খালেদ হাসান, বগুড়া: সারা দেশে হঠাৎ করোনা পরিস্থিতি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কোভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক র‍্যালি ও মাক্স বিতরণ করা হয়।

রবিবার ২১ মার্চ সকাল ১১’টার দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা মাস্ক ছাড়া ঘোরাফেরা করা ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন।
এছাড়াও সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
লিফলেটে করোনা ভাইরাসের ঝুঁকি রোধে করণীয় সম্পর্কে সচেতনামূলক লিখনি ও ছবি ব্যবহার করা ছিল।

র‍্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ, (ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ) মোতাহার হোসেন, (সদর সার্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ,সদর থানার ওসি হুমায়ুন কবির ও ডিবির ওসি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here