মওদুদের মরদেহ ঢাকায় আসবে বৃহস্পতিবার

0
172

খবর ৭১: সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় মওদুদ আহমদের মরদেহ ঢাকায় পৌঁছাবে। ওই দিন রাতে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরদিন শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবন (স্পিকারের অনুমতি পাওয়া সাপেক্ষে) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মওদুদ আহমদের কনিষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সংসদ ভবনে জানাজা শেষে সকাল ১০টায় সুপ্রিম কোর্টে এবং সকাল ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে উনাকে জন্মস্থান নোয়াখালীর কোম্পানীগঞ্জ নিয়ে যাওয়া হবে। পরে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে বাদ আসর জানাজা শেষে বাড়ির সামনে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।

উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে থেকেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

১৯৪০ সালের ২৪ মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন মওদুদ আহমদ। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাস করে লন্ডনে লিঙ্কন্স ইন থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৭-৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন মওদুদ আহমদ। ১৯৭৯ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়। ১৯৮৫ সালের নির্বাচনে মওদুদ আহমদ আবারও সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি উপ-প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, আইনমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here