বাগেরহাটে ইউপি নির্বাচনে আ‘লীগের মনোনয়ন পেলেন যারা

0
259

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। সারাদেশের মত বাগেরহাট জেলারও প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ মহিতুর রহমান (পল্টন), বেমরতা ইউনিয়নে মনোয়ার হোসেন টগর, বিষ্ণুপুর ইউনিয়নে এম. ডি মাসুদ রানা, বারুইপাড়া ইউনিয়নে আলহাজ্ব হায়দার আলী মোড়ল, খানপুর ইউনিয়নে ফকির ফহম উদ্দীন, রাখালগাছি ইউনিয়নে শেখ আবু শামীম (আসনু) ও ডেমা ইউনিয়নে মোঃ মনি মল্লিক।
কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে এস এম নাসির উদ্দিন, ধোপাখালী ইউনিয়নে মোঃ মকবুল হোসেন, মঘিয়া ইউনিয়নে পংকজ কান্তি অধিকারী, কচুয়া ইউনিয়নে শিকদার হাদিউজ্জামান, গোপালপুর ইউনিয়নে এস এম আবু বক্কর সিদ্দিক, রাড়ীপাড়া ইউনিয়নে নাজমা আক্তার ও বাধাল ইউনিয়নে নকীব ফয়সাল অহিদ।
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে মোঃ রাজীব সরদার, উজলকুর ইউনিয়নে মুন্সি বরহান উদ্দিন, বাইনতল ইউনিয়নে মোঃ আব্দুল্লাহ ফকির, রামপাল ইউনিয়নে মোঃ নাসির উদ্দীন হাওলাদার, রাজনগর ইউনিয়নে সরদার আঃ হান্নান, হুড়কা ইউনিয়নে তপন কুমার গোলদার ও পেড়িখালী ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউনিয়নে তরফদার মাহফুজুল হক, মল্লিকের বেড় ইউনিয়নে তালুকদার ছাবির আহাম্মদ ও বাশতলী ইউনিয়নে মোঃ মস্তাফিজুর রহমান।
মোংলা উপজেলার চাদপাই ইউনিয়নে মোল্লা মোঃ তরিকুল ইসলাম, বুড়িরভাংগা ইউনিয়নে উদয় শংকর বিশ্বাস, সোনাইলতলা ইউনিয়নে নাজিনা বেগম নারজিনা, মিঠাখালী ইউনিয়নে উতপল কুমার মন্ডল, সুন্দরবন ইউনিয়নে মোঃ ইকরাম ইজারাদার ও চিলা ইউনিয়নে গাজী আকবর হোসেন।
মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, প করন ইউনিয়নে আঃ রাজ্জাক মজুমদার, পুটিখালী ইউনিয়নে আঃ রাজ্জাক শেখ, দৈবজ্ঞহাটী ইউনিয়নে মো; সামছুর রহমান মল্লিক, রামচন্দ্রপুর ইউনিয়নে মোঃ আলিম হাওলাদার, চিংড়াখালী ইউনিয়নে আঃ আলী আক্কাস বুলু, হোগলাপাশা ইউনিয়নে মনিশংকর হালদার, বনগ্রাম ইউনিয়নে রিপন চন্দ্র দাস, বলইবুনিয়া ইউনিয়নে মোঃ শাহজাহান আলী খান, হোগলাবুনিয়া ইউনিয়নে মোঃ আকরামুজ্জামান, বহরবুনিয়া ইউনিয়নে টি এম রিপন, জিউধরা ইউনিয়নে মোঃ জাহাংগীর বাদশা, নিশানবাড়ীয়া ইউনিয়নে সাইফুল ইসলাম, বারুইখালী ইউনিয়নে মোঃ শফিকুর রহমান (লাল), মোরেলগঞ্জ ইউনিয়নে মোঃ হুমায়ুন কবীর মোল্লা ও খাউলিয়া ইউনয়নে আব্দুল খায়ের হাওলাদার।
শরণখোলা ইউপজেলার ধানসাগর ইউনিয়নে মোঃ মইনুল হোসেন, খোন্তাকাটা ইউনিয়নে মোঃ জাকির হোসেন খান (মহিউদ্দিন), রায়েন্দা ইউনিয়নে মোঃ আজমল হোসেন (মুক্তা) ও সাউথখালী ইউনিয়নে মোঃ মোজাম্মেল হোসেন।
ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে মোঃ ইউনুস আলী সেখ, লখপুর ইউনিয়নে এম ডি সেলিম রেজা, পিলজং ইউনিয়নে মোড়ল জাহিদুল ইসলাম, ফকিরহাট ইউনিয়নে শিরীনা আক্তার, বাহিরদিয়া-মানসা ইউনিয়নে মোঃ রেজাউল করিম ফকির, নলধা মৌভোগ ইউনিয়নে সরদার আমিনুর রশিদ ও শুভদিয়া ইউনিয়নের মোঃ ফারুকুল ইসলাম।
মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে এস কে হায়দার মামুন, চুনখোলা ইউনিয়নে মনোরঞ্জন পাল, কুলিয়া ইউনিয়নে মিজানুর রহমান মোল্লা, গাওলা ইউনিয়নে শেখ রেজাউল কবির, কোদালিয়া ইউনিয়নের শেখ রফিকুল ইসলাম ও আটজুড়ি ইউনিয়নে মোঃ মনিরুজ্জামান মিয়া।
চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়নে মোঃ মাসুদ সরদার, কলাতলা ইউনিয়নে মোঃ বাদসজা মিয়া, হিজলা ইউনিয়নে কাজী আবু সাহিন, শিবপুর ইউনিয়নে মোঃ অলিউজ্জামান, চিতলমারী ইউনিয়নে মোঃ নিজাম উদ্দীন শেখ, চরবানিয়ারী ইউনিয়নে অর্চনা দেবী বড়াল (ঝর্না) ও সন্তোষপুর ইউনিয়নে বিউটি আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here