সুন্দরগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৭ মার্চ উদযাপন

0
230

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ আল-মারুফ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রকৌশলী (এলজিইডি) আবুল মনছুর, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ। সন্ধ্যায় থানা পুলিশের আয়োজনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠান বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্তা সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন’। শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান, শফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম সরকার, পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান’র সভাপতিত্বে ও থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম’র স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ একেএম হাবীব সরকার, আ’লীগ নেতা সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলী, এসআই সেলিম রেজা প্রমূখ। এরআগে সকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে। সকালে আ’লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, ৭ই মার্চ ও বঙ্গবন্ধুর গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here