আস্থা ভোটে জিতলেন ইমরান খান

0
335

খবর৭১ঃ আস্থা ভোটে জিতেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহে সিনেটে তার এক মন্ত্রীর হারের পর হঠাৎ করে সংসদে আস্থা ভোটের ডাক দেন ইমরান। শেষ পর্যন্ত জয় পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ আরও পোক্ত করলেন তিনি।

স্থানীয় সময় শনিবার দুপুরে পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের ওপর আস্থা ভোট হয়। এতে ৩৪১ ভোটের মধ্যে জয়ের জন্য অন্তত ১৭২ ভোট পাওয়ার প্রয়োজন ছিল। ইমরানের পক্ষে পড়ে ১৭৮ ভোট। খবর ডনের।

মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে বিরোধী দলগুলোর একটি জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) আস্থা ভোট বর্জন করে।

গত সপ্তাহে সিনেট নির্বাচনের সময় তার দলের প্রধান প্রার্থী হাফিজ শেখ সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যাওয়ার পর আস্থাভাজনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন ইমরান খান।

যদি আস্থা ভোটে ইমরান খান হেরে যেতেন তাহলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হতো। আস্থা ভোটের আগে বৃহস্পতিবার দেয়া এক ভাষণে ইমরান খান জানান, ভোটে হেরে গেলে মন্ত্রিত্ব ছেড়ে বিরোধী আসনে বসবো। তবু দুর্নীতির কাছে মাথা নত করবো না। রোজগারের জন্য রাজনীতিতে আসিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here