বাগেরহাটে সুপারি বাগান থেকে দিন মজুরের মরদেহ উদ্ধার

0
219

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে সুপারি বাগান থেকে কাওছার শেখ (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের নিহতের বাড়ির পাশের একটি সুপারির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় নিজের জামার হাতা দিয়ে লাগানো ফাঁস ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম। নিহত কাওছার শেখ যাত্রাপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। সে এলাকায় দিনমজুরের কাজ করতেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় যাত্রাপুর বাজারে বসে কাওছারের সাথে কথা হয় তার বাবা আমির আলীর। রাতে বাড়িতে না আসলে, খোজাখুজি করেন পরিবারের লোকেরা। কাওছারের মুঠোফোনটিও বন্ধ পান তার স্বজনরা।পরে দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।
ওসি আরও বলেন, ধারণা করছি মঙ্গলবার রাতে যেকেউ গলায় ফাঁসদিয়ে কাওছারকে হত্যা করেছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছি। আশা করি যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শনাক্ত করতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here