ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

0
254

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর মোঃ শরিফুল ইসলাম পিতা মৃত শহরা কলুর ভাড়া দেওয়া বাড়ি ভাড়া থাকতেন মোঃ সুজন হোসেন পিতা মোঃ আবুল খায়ের গ্রাম হলিধানী ঝিনাইদহ সদর। বাড়ির মালিক শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান তিন বছর ভাড়া আছেন মৃত সুজন।মৃত সুজনের স্ত্রী মোছাঃ টিনা বেগম তাদের একটি ১০ মাসের সন্তান আছে। মৃত সুজনের শ্বশুর বাড়ি বৈডাঙ্গা ঝিনাইদহ সদর । এদিকে মৃত সুজনের মামাতো ভাই মোঃ নাসির উদ্দিন বলেন তাকে পরিকল্পিত হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা এই হত্যা করেছে আমরা তার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। জানতে চাইলে কাহারা জড়িত আছেন তিনি বলেন সি আই ডি বের করবে আমরা আপাতত কোন মন্তব্য করবো না। এদিকে মৃত শিক্ষকের চাচা মোঃ সহিদুজ্জামান বলেন, আমার ভাসতে অনেক দিন মালায়েশিয়া ছিল এসে এই এলাকায় আছে। মাদ্রাসায় শিক্ষকতা করেন সেই সুত্রে কোন সমস্যা আছে কি না সেটাও দেখার বিষয়। এই এলাকার কোন এক জায়গায় আমার ভাসতে জমি ক্রয় করেন সেই জমি নিয়ে একটি বিরোধ হয়। পরবর্তীতে সালিশ বসে সেই সলিশে ভাইসতে জমি ফিরে পায়। সেটা আমরা ধারনা করছি জমির বিরোধ নিয়ে ঘটতে পারে কি না।এদিকে ঝিনাইদহ সদর সার্কেল মোঃ আবুল বাশার সাংবাদিকদের জানান আমরা তথ্য পেলাম একটা হাত পা বাঁধা ঝুলন্ত লাশের। খবর পেয়ে ক্রাইম সিনেট কে খবর দিয়েছি। তারা সকল তথ্য সংগ্রহ করছে প্রাথমিক ভাবে মৃত্যুর আগে না পরে ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের সন্দেহজনক হওয়ায় পোষ্টমর্টাম করে জানা যাবে আসল কি ভাবে কি হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here