খবর ৭১: পরপর তিন গুণী লেখক ও সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

আসিফ নজরুলের ফেসবুক থেকে নেয়া-

লতিফুর রহমান ছিলেন বাংলাদেশের সবচেয়ে উদার আর আধুনিক সংবাদপত্র মালিক। মিজানুর রহমান খান ছিলেন সবচেয়ে পরিশ্রমী সাংবাদিক। সৈয়দ আবুল মকসুদ ছিলেন সবচেয়ে গবেষনানিষ্ঠ লেখক- কলামিষ্ট।
একবছর আগে যদি কেউ বলতো তারা কেউ থাকবে না আর, আমরা বিশ্বাস করতাম না। আর এখন! বেদনা আর শূণ্যতায় হাহাকার করে উঠছে আমাদের অনিচ্ছুক বিশ্বাস।
মকসুদ ভাইকে শেষ ফোন করেছিলাম মাসখানেক আগে। একটা বিবৃতির বিষয়ে। তাকে শেষদিকে একটু ক্লান্ত আর উইথড্রন মনে হতো। বললেন: আমার শরীর ভালো না। বাদ দাও আমাকে আসিফ।
জীবনে এই একবারই আমাকে না বলেছিলেন তিনি। তখনো বুঝিনি এতোটা শরীর খারাপ তার। এখন বুঝে কি লাভ হল আমাদের?
মকসুদ ভাই, ভালো থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here