লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণে পাইকগাছায় কৃষক মাঠ দিবস

0
303

নিজস্ব প্রতিনিধি : লবন সহিষ্ণু আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর খুলনার পাইকগাছায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান সরকাররের‌ অর্থায়নে, বেসরকারী সাহায্যসেবী প্রতিষ্ঠান প্রদীপনের বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের আনন্দ দাশের মাঠে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রদীপনের‌ প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ‌দুর্গা‌পদ‌ সরকার। এসময় তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, প্রদীপনের মাঠ সংগঠক মনির ইসলাম, মাঠ সহকারী অঞ্জনা দাশ, হোসনেয়ারা বেগম, শাহানারা বেগম, রাজিয়া বেগম, পূর্ণিমা দাশ, সোনিয়া খাতুন, সুনিতা মন্ডলসহ এলাকার সুবিধাভোগী কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠদিবসে আনন্দ দাশের জমি থেকে প্রতি হেক্টরে বারী ৭২ জাতের ৩৩ টন, বারী-৭৮ জাতের ৩৫.৫ টন, ডায়মন্ড জাতের ২৭ টন আলুর উত্তোলন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here