যুক্তরাষ্ট্রের যেখানে তিন দিন ধরে বিদ্যুৎ-গ্যাস নেই

0
231

খবর৭১ঃ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইতিহাসে সবচেয়ে প্রচণ্ড শীতে চরম ভোগান্তিতে পড়েছেন দেশটির নাগরিকরা। তৃতীয় দিনের মতো লাখ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আগামী শনিবারের আগে বিদ্যুৎ নাও ফিরতে পারে জানিয়ে এর জন্য বাসিন্দাদের প্রস্তুতি নিতে বলেছেন তারা।

কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে; প্রাকৃতিক গ্যাসের কূপ, পাইপলাইন ও উয়িন্ড টারবাইন ঠাণ্ডায় জমে বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

এ পরিস্থিতিতে টেক্সাসের একশটিরও বেশি কাউন্টির বাসিন্দাদের খাবার পানি ফুটিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ না থাকায় পানি শোধনাগারগুলো অচল হয়ে পড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

টেক্সাসের প্রায় দুই কোটি ৯০ লাখ জনসংখ্যার মধ্যে এক কোটি ২০ লাখেরও বেশি বাসিন্দার বাড়ির কলে পান করার মতো কোনো পানি নেই অথবা কেবল মাঝে মাঝে পানি আসছে।

হিমশীতল তাপমাত্রা পুরো সপ্তাহজুড়েই বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here