করোনার গণটিকায় প্রস্তুত দেশের এক হাজার পাঁচ হাসপাতাল

0
192

খবর৭১ঃ
পাঁচ শতাদিক ব্যক্তিকে পরীক্ষামূলক প্রয়োগের পর রবিবার দেশজুড়ে শুরু হচ্ছে মহামারি করোনাভাইরাসের গণটিকাদান। এজন্য এরই মধ্যে প্রস্তুত দেশের এক হাজার পাঁচটি হাসপাতাল। এসব হাসপাতালের এক হাজার ১৫টি কেন্দ্রে টিকা গ্রহিতাদের জন্য থাকবে স্বাস্থ্যকর্মীদের দুই হাজার চারশ টিম। শনিবার সন্ধ্যা পর্য ন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় তিন লাখ ৩০ হাজার ব্যক্তি।

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি জানিয়েছেন, কার্যক্রমের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বেশ কয়েকজন মন্ত্রী টিকা নেবেন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিকভাবে ৫৪১ জনকে টিকা দেয়া হবে।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২৩ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৬০ লাখ ছুঁইছুঁই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৯০ জন। মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here