করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব

0
211
একদিনে সাড়ে ১৪ হাজার প্রাণহানি, আক্রান্ত প্রায় ৬ লাখ

খবর৭১ঃ গত বছরের জানুয়ারিতে প্রথম মৃত্যুর পর দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারির প্রকোপ গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন প্রায় ৭ লাখ।

গত একদিনে মৃত্যু হয়েছে ১‌৭ হাজার ২৯৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ১৯৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৩৫৬ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৮৩ হাজার ২০৩ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৯৭৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ১৫ হাজার ৮৯৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৭১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৯০৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৩৯ হাজার ৮৬৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৮৯৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here