নাইজারে বন্দুকধারীর অতর্কিতে হামলা, নিহত ৭৯

0
472
নাইজারে বন্দুকধারীর অতর্কিতে হামলা, নিহত ৭৯

খবর৭১ঃ নাইজারের দুই গ্রামে অতর্কিতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত ৭৯ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মালির সঙ্গে নাইজারের পশ্চিম সীমান্তের কাছে টোম্বাংউ গ্রামে হামলায় ৪৯ জন নিহত হয়েছে, আহত ১৭ জন। অন্যদিকে আরেক গ্রাম জারোমদারেয়েতে নিহত হয়েছে ৩০ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা সংবাদসংস্থা ডিপিএ’কে বলেন, মাঙ্গেইজ প্রদেশের ওই দুই গ্রামে শনিবার হামলার ঘটনা ঘটেছে।

আলহাদা আরো বলেছেন, ওই অঞ্চলে সুরক্ষার জন্য সেনা পাঠানো হয়েছে।

এদিকে ফ্রান্সও জানিয়েছে, শনিবার হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে।

আল জাজিরার এক রিপোর্টার জানান, সেখানকার মানুষ ধারণা করছে হামলাকারীরা মালি থেকে সীমান্ত পেরিয়ে এসেছে। বিবিসি, আল জাজিরা।

নাইজারে এমন দিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে যেদিন দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপের ফল ঘোষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here