চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়া খাবার খেয়ে অসুস্থ্য করেরহাটের দুই পরিবারের ৮ জন

0
347
চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়া খাবার খেয়ে অসুস্থ্য করেরহাটের দুই পরিবারের ৮ জন

রেদোয়ান হোসেন জনিঃ

খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় চোরের দল। আর সেই খাবার খেয়ে চেতনা হারিয়ে অসুস্থ্য হয়ে পড়েছে দুই পরিবারের ৮ সদস্য। ঘটনাটি ঘটেছে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে। বুধবার গভীর রাতে জয়পুর পূর্ব জোয়ার গ্রামের খোকন ড্রাইভার বাড়ীর আবুল কালাম আজাদ ও গিয়াস উদ্দিনের পরিবারে এই ঘটনা ঘটে। চেতনাশাক মেশানো খাবার খেয়ে অসুস্থ্যরা হলো নুরের নাহার (৩৫), শাখাওয়াত হোসেন শাকিল (১৫) সিদরাতুল মুনতাহা তাসপিয়া (৮), গিয়াস উদ্দিন (৪৫) সাহেনা আক্তার (৪০) শাহিন (২২) জান্নাতুল ফেরদৌস পিংকি (১৯), নাদিয়া সুলতানা (১৮)।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার উন্নতি না ঘটলে পরে তাদের উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চোরের দল গিয়াস উদ্দিনের নগদ ২৩ হাজার টাকাসহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। দুই পরিবারের কর্তাব্যক্তিরা অসুস্থ্য হয়ে পড়ায় চোরের দল কি পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় তার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও জোরারগঞ্জ থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here