শার্শা’য় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন যশোর জেলা প্রশাসক

0
552
শার্শা’য় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন যশোর জেলা প্রশাসক

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শার্শা’য় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শণ করেছেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। মঙ্গলবার দিনব্যাপী শার্শা উপজেলার বিভিন্ন প্রান্ত ঘুরে তিনি ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মান কাজ পরিদর্শণ ও নির্বাচিত ‘ক’ শ্রেণীর উপকারভোগী পরিবারের সাথে মতবিনিময় সভা করেন।

পরে, বেনাপোল স্থলবন্দর, কাস্টম, ইমিগ্রেশনে যাত্রীদের কোভিড-১৯ স্ক্যানিং ব্যবস্থাপনা, বেনাপোল ইউনিয়ন পরিষদ, ভূমি অফি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শণ করেন।

এদিন, প্রথম প্রহরে যশোর জেলা প্রশাসক তমিজুল খান শার্শা উপজেলা চত্ত্বরে পৌছালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুসহ প্রশাসনের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে, বেনাপোল ইউনিয়ন পরিষদে পৌছালে চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান। একেক করে প্রতিটি দপ্তরের কর্মকর্তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় মুগ্ধ করেন।

উক্ত, ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শণকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল, উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, বেনাপোল ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সাঈদ মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here