বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলবে’

0
502
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলবে'

খবর৭১ঃ রাজধানী ঢাকার দোলাইপাড় এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্মাণাধীন ভাস্কর্য নির্মাণের কাজ অব্যাহত থাকবে। আমরা এর নির্মাণ করবো। ভাস্কর্য বিভিন্ন দেশে হয়েছে, সেখানে কেউ আনুষ্ঠানিক উদ্বোধন করেনি। কারণ এর জন্যে একটি সংস্থা থেকে অনুমতি নিতে হয়। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে ভাস্কর্য উদ্বোধন করিনি।

তিনি বলেন, ভাষ্কর্য ভাঙ্গা কিংবা এর ক্ষতি সাধন করা অবশ্যই সংবিধান এবং রাষ্ট্রদোহের সামিল। কারণ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার ভাস্কর্যের ওপর হামলা। দেশে দেশে যেখানে সৌদি আরব, কাতার, মিশর, ইরান, তুরস্ক, পাকিস্তানেও আছে। ভাস্কর্য অন্যান্য মুসলামন দেশগুলোতেও আছে। তাদের চেয়ে কি আমরা বড় মুসলমান হয়ে গেলাম? ওইসব রাষ্ট্রে তো ভাস্কর্য নিয়ে কোনো কথা হয়না। আর মূর্তি হলো দেবতার পূজা একটা, আর এখানে ভাস্কর্য তো মানুষের ভাস্কর্য। দেবতাকে তো পূজা করা হয়, কিন্তু এখানে তো মানুষকে পূজা করা হচ্ছে না।

তিনি আরো বলেন, কিন্তু আমাদের দেশে কেন বিষয়টি ভিন্ন দিকে যাচ্ছে। কুষ্টিয়ায় তারা যেটি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও মধুদার ভাস্কর্যের ওপর হামলা চালিয়েছে। এটা যারাই করবে এবং যারা এর ধৃষ্টতা দেখাবে তাদের চরম মূল্য দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here