বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডের সন্ধান আটলান্টিকে

0
384
বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডের সন্ধান আটলান্টিকে

খবর৭১ঃ
দক্ষিণ আটলান্টিকে দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ডটির। এটা ধীরে ধীরে সাউথ জর্জিয়ার একটি দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার এর বেশ কিছু ছবি তুলেছে ব্রিটিশ বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)। এই ছবিটি তোলা হয়েছে একটি এ৪০০এম উড়োজাহাজ থেকে।

ছবিতে দেখা গেছে বরফখণ্ডটি ফাটলবহুল। এর গা থেকে খসে পড়ছে বরফের ছোট টুকরো। এর বরফের টুকরোটির নাম এ৬৮এ। এর আয়তন চার হাজার ২০০ বর্গকিলোমিটার।

বিবিসি জানিয়েছে, এ৪০০এম এয়ারবাসটি নিচ দিয়ে উড়ে চার হাজার ২০০ বর্গকিলোমিটার খণ্ডটি পর্যবেক্ষণ করে। বরফ গলার হার কেমন তা দেখে আরএএফ।

একাধিক ছবিতে দেখা যায়, বরফখণ্ডটিতে অনেকগুলো ভাঙা ও ফাটল। ভাঙা অংশ দেখে মনে হচ্ছে পানির স্তরে ছোট ছোট টানেল সৃষ্টি হয়েছে।

অ্যান্টার্কটিক বার্গটির বর্তমান অবস্থান সাউথ জর্জিয়ার ব্রিটিশ সমুদ্রসীমায়, দ্বীপটি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে। তবে দ্বীপের কাছাকাছি হওয়ায় উপকূলের অল্প পানির মধ্যে বরফখণ্ডটি আটকে যাওয়ার সম্ভাবনা দেখছেন পর্যবেক্ষকেরা।

স্কোয়াড্রন লিডার মিখাইল উইলকিনসন জানান, বরফখণ্ডটির একেবারে কাছে এবং আবহাওয়ায় গিয়ে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে আরও পর্যবেক্ষণ চালানো হবে। এতে আরও বেশি তথ্য পাওয়া যাবে।

এর মধ্যে নতুন তোলা ছবি ও ভিডিওর মাধ্যমে আসন্ন সপ্তাহ এবং মাসগুলোতে বরফখণ্ডটি কিভাবে আচরণ করতে পারে তা বিশ্লেষণ করা হবে।

২০১৭ সালের জুলাইয়ে অ্যান্টার্কটিকের বরফের তাক ভেঙে হিমশৈলতে পরিণত হয় এ৬৮এ।

সেসময় এটির আয়তন ছিল ছয় হাজার বর্গকিলোমিটারের মতো, যা যুক্তরাজ্যের ওয়েলসের চার ভাগের এক ভাগের সমান। এখন এটি ইংলিশ কাউন্টি সমারসেটের সমান আয়তনে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here